প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২১, ১:৫৬ পি.এম
ধারে আরও এক মৌসুম জুভেন্টাসে থাকছেন মোরাতা
অনলাইন ডেস্ক |
আরও এক মৌসুম জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে আলভারো মোরাতাকে। ২০২১/২২ মৌসুম পর্যন্ত তুরিনে থাকছেন এই স্প্যানিয়ার্ড। গত বছর অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে যোগ দেন তিনি। এবারও ধারে আরও এক মৌসুম তুরিনের বুড়িদের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মোরাতা।
গত মৌসুমে জুভদের জার্সিতে ২০ গোল করেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। যা তার ক্যারিয়ারের সফল মৌসুম। এ ছাড়া ১১ গোলেও অ্যাসিস্ট করেন তিনি। ২০১৫/১৬ মৌসুমেও জুভদের হয়ে সমান অ্যাসিস্ট করেছিলেন মোরাতা।
মাঝখানে তিনি রিয়াল মাদ্রিদ, চেলসি ও অ্যাটলেটিকো ঘুরে ২০২০ সালে ফের জুভেন্টাসে ফেরেন ধারে। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি দ্বিতীয়বারের মতো তুরিনের বুড়িদের দায়িত্ব নেওয়ার পর ধারের চুক্তিটা বাড়ালেন মোরাতা। যার ফলে অ্যাটলেটিকোকে আরও ১০ মিলিয়ন ইউরো দিতে হবে জুভদের।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.