ঢাকাই সিনেমার সুপারস্টার অনন্ত জলিল সমাজসেবামূলক কাজেও উদারহস্ত। মাঝে মাঝেই দুস্থদের পাশে দাঁড়ান তিনি। এবার হেমায়েতপুর জামে মসজিদের সংস্কার কাজের জন্য ৫ লাখ টাকা প্রদান করলেন অনন্ত জলিল।
অনন্ত’র মিডিয়া ম্যানেজার আরাবী বলেন, ‘হেমায়েত পুর জামে মসজিদ সংলগ্ন এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা। অনেক লোক বাস করে এখানে। এই মসজিদের সংস্কার কাজের জন্য অনন্ত জলিল পাঁচ লাখ টাকা সহায়তা করেছেন।’
অনন্ত জলিল বলেন, ‘আমাদের এজেআই ও এবি গ্রুপের ১১ হাজার মানুষ কাজ করে। তাদের সকলের জন্য ও দেশবাসীর সবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার উদ্দেশ্যে আমার সামর্থ্যের মধ্যে সহযোগিতা করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।’
এদিকে করোনার কারণে ইতিমধ্যেই শুটিং বন্ধ। সাধারণ মানুষের পাশাপাশি আর্থিক সংকটে পড়ছে অনেক অসচ্ছল অভিনয় শিল্পী। এফডিসিতে অসচ্ছল শিল্পীদের জন্য নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন। শিগগিরই দুস্থদের মাঝে এসব সহায়তা দেবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.