অনলাইন ডেস্ক |
এক যুগ পর নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইসরায়েল। বিবিসি জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশটির সংসদ নতুন সরকারের অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার শেষ হচ্ছে নাফতালি বেনেটের হাত ধরে। ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে তিনি নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। রবিবার এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা।
বিবিসির প্রতিবেদনে নাফতালিকে ‘উগ্র-জাতীয়তাবাদী’ নেতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল-জাজিরা তাকে পরিচয় করাতে গিয়ে ‘ডানপন্থী ধর্মীয় বক্তা’ উল্লেখ করেছে।
মার্কিন বংশোদ্ভূত বেনেট স্পেশাল ফোর্সের সাবেক কমান্ডো। রায়ানা শহরে চার সন্তান এবং স্ত্রী নিয়ে তার বসবাস।
মিলিয়নিয়ার এই প্রযুক্তি উদ্যোক্তা ২০০৫ সালে নিজের স্টার্টআপ ১৪৫ মিলিয়ন ডলারে বিক্রি করে রাজনীতিতে নামেন। পরের বছর নেতানিয়াহুর চিফ অব স্ট্যাফ নির্বাচিত হন।
২০১০ সালে নেতানিয়াহুর অফিস ছেড়ে দখলকৃত ওয়েস্ট ব্যাংকে ইহুদি সেটেলারদের হয়ে লবিং করা ইয়েসা কাউন্সিলের প্রধান হন।
রাজনীতিতে ঝড় তোলেন ২০১২ সালে। ওই সময় তিনি কট্টর ডানপন্থী জিউস হোম পার্টির দায়িত্ব গ্রহণ করেন।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন বিষয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন।
২০১৩ সালে ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ওদের মুক্তি না দিয়ে হত্যা করা উচিত।’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.