অনলাইন ডেস্ক |
চলচ্চিত্র প্রযোজক ইকবাল নাম লিখিয়েছেন প্রযোজনায়। ‘রিভেঞ্জ’ তার পরিচালিত প্রথম ছবি হতে যাচ্ছে। ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করবেন রোশান ও শবনম বুবলী।
এদিকে ১১ই জুন, শুক্রবার প্রকাশিত হয়েছে ‘রিভেঞ্জ’ সিনেমার প্রথম লুক পোস্টার। পোস্টারে রক্তাক্ত মারকুটে ভঙ্গিতে দেখা গেছে চিত্রনায়ক রোশানকে। পোস্টার প্রকাশের পরেরদিন শনিবার এফডিসিতে শুরু হয়েছে ছবিটির শুটিং। প্রথম দিনেই ছবিটির কিছু মারপিটের দৃশ্য ধারণ করা হয়।
ইকবাল বলেন, ‘পোস্টার প্রকাশ করার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেকেই রোশানের লুকের প্রশংসা করেছেন। আজ এফডিসিতে শুটিং শুরু হলো। আগামী ১৬ জুন বুবলী শুটিংয়ে অংশ নেবেন।’
আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় রোশান বুবলী ছাড়াও অভিনয় করছেন, মিশা সওদাগরসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স। আসছে কোরবানীর ঈদে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.