প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২১, ৯:৪০ পি.এম
বঙ্গবন্ধুর চরিত্রে শ্যাম বেনেগালের ‘ওয়ান টাকা আর্টিস্ট’ আরিফিন শুভ
অনলাইন ডেস্ক |
ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আরেফিন শুভ। এটা পুরোনো খবর, নতুন খবর হলো- বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটের এই সিনেমায় অভিনয়ের জন্য আরেফিন শুভর পারিশ্রমিক মাত্র এক টাকা।মঙ্গলবার এ বিষয়ে আরেফিন শুভ বলেন, শুনেছি, বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যা–ই হোক, আমি নেব না। এ–ও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, পরিশ্রম করব—ফ্রি কাজ করব না। আমি এক টাকা নেব, নিয়েছি।চুক্তির সময় শুভর কাছে জানতে চাওয়া হয়েছিল তার কোনও শর্ত আছে কিনা। তখন এই তারকা সম্মানী এক টাকা চেয়েছেন। যা শুনে মুগ্ধ হয়েছিলেন ছবির পরিচালক শ্যাম বেনেগালসহ অনেকে। এমনি শুটিং ইউনিটে আদর করে শুভকে ডাকা হতো ‘এক টাকার আর্টিস্ট’ বলে! উপাধিটা দেন শ্যাম বেনেগাল নিজেই।
২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান শুভ। তার আগে ৫ দফা তাকে অডিশন দিতে হয়েছে। আর ছবির কারণেই অসুস্থ অবস্থায় মুম্বাই গিয়েছিলেন শুভ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.