অনলাইন ডেস্ক |
ভারতের বিপক্ষে ‘প্রত্যাশিত ফলাফল’ অর্জন করতে না পারায় জাতীয় ফুটবল দলের ‘সবাই হতাশ’ বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এই হতাশা বুকে নিয়ে বলছেন, দেশকে কতটা ভালোবাসেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
ভেরিফাইড ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে বুধবার জামাল বলেন, ‘আমরা চাইলে সমালোচনা করতে পারি। এটাই স্বাভাবিক। যখন প্রতিপক্ষ আচমকা ৭৯ মিনিটে গোল দিয়ে বসে যা খুব হতাশার।’
‘আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালোবাসি, যা ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয়ই কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবে, ইনশাআল্লাহ।’
৭ জুন কাতারে বিশ্বকাপ বাছাইর্বের ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। অথচ প্রতিপক্ষকে ৭৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল লাল-সবুজ পতাকাধারীরা।
কিন্তু দ্বিতীয়ার্ধে গোলমুখে ভারতীয়দের জোয়ার রুখতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। ৭৯ মিনিটে প্রথম গোল করেন সুনীল ছেত্রী। এরপর খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০ +২ মিনিটে) আবারও গোল করেন ভারত অধিনায়ক।
জামাল বলছেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে। এটাই জীবন।’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.