অনলাইন ডেস্ক |
শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তার ফোন ছিনতাইকারী ধরা পড়বে বলে আশা করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার একনেক বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী মান্নান বলেন, তার (ছিনতাইকারী) নাম ঠিকানা লোকেট করার কথা আমাকে (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে। কিন্তু সে গা-ঢাকা দিয়ে আছে। তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরতে পারবে বলে আশা করছি।
গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় পরিকল্পনামন্ত্রী জ্যামে আটকা পড়েন। এ সময় গাড়ির জানালা খুলে ফোনে কথা বলছিলেন তিনি। এই সুযোগে ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেড়ে নিয়ে উধাও হয়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.