অনলাইন ডেস্ক |
নিজেদের দেশের প্রতিষ্ঠান সিনোভ্যাকের টিকা শিশুদের জন্য জরুরি অনুমোদন দিয়েছে চীন।
রয়টার্স জানিয়েছে, তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের শরীরে প্রয়োগের জন্য অনুমতি পেয়েছে সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনটি।
চীনে গত ৩ জুন পর্যন্ত মোট ৭২৩.৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। সবার বয়স ১৮ কিংবা তার বেশি।
এর আগে ডব্লিউএইচও-র স্বাধীন বিশেষজ্ঞদের প্যানেল এক বিবৃতিতে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ সুপারিশ করেছিল। দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
শিশুদের ওপর সিনোভ্যাকের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এই টিকা তিন থেকে ১৭ বছর বয়সীদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। টিকার পার্শ্ব প্রতিক্রিয়াও তাদের উপর খুবই মৃদু।
এর আগে ফাইজার দাবি করে তাদের উদ্ভাবিত করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর।
প্রতিষ্ঠানটি এপ্রিলে জানায়, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ভালো সহনীয়।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২৬০ জনের ওপর ফাইজার-বায়োএনটেকের কভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হয়েছে। তাদের শরীরে টিকার দুই ডোজ প্রয়োগ করা হয়। দ্বিতীয় ডোজ প্রয়োগের এক মাস পর তাদের শরীরে কার্যকর অ্যান্টিবডির উপস্থিতি ছিল।
এর আগে ১৬ থেকে ২৫ বছর বয়সীদের ওপর টিকাটির পরীক্ষা চালিয়ে একই রকম ফল পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.