অনলাইন ডেস্ক |
চীনে বিস্ময়কর গতিতে দৈনিক গড়ে ১ কোটি ৯০ লাখ লোককে টিকা দেওয়া হচ্ছে। সাত দিনের টিকাদানের গড় হিসাব থেকে এই তথ্য জানা গেছে।
‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’ নামে একটি অনলাইন রিসার্চ সাইটের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস (এপি) এ কথা জানিয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়, ‘এই টিকাদানের অর্থ দাঁড়ায়- ইতালির প্রত্যেকের জন্য প্রতি তিন দিনে একটি ডোজ প্রদান। চীনের এক-তৃতীয়াংশ জনসংখ্যার যুক্তরাষ্ট্রে এপ্রিলে এই দৈনিক টিকাদানের সংখ্যা ৩.৪ মিলিয়ন ডোজ।’
বিশ্বব্যাপী চীনের টিকা সরবরাহের সংখ্যা ১৯০ কোটির প্রায় এক-তৃতীয়াংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়,বাণিজ্যিক কোম্পানি, স্কুল এবং স্থানীয় সরকারসহ সকল স্তর থেকে টিকা নেওয়ার আহ্বানে টিকা গ্রহণের এই গতি বৃদ্ধি পেয়েছে।
এতে আরও বলা হয়, চীন তার ‘স্প্রিং স্প্রাউট’ প্রোগ্রামের মাধ্যমে পাঁচ লাখ বিদেশি নাগরিককে টিকা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.