অনলাইন ডেস্ক |
নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করলেন জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু। ‘দ্য ডিরেক্টর’ নামের এই ধারাবাহিক নাটকের চিত্রনাট্য করেছেন কাজী শাহিদুর ইসলাম।
পরিচালক জানান, তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলা কথার গল্প, মনে মনে রক্তাক্ত হওয়ার গল্প, কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প নিয়ে এই ধারাবাহিক নাটক। এখানে যেমন রয়েছে বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি চোখের ভেতর সব খোয়ানোর গল্পও। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু নিজেই। আরও আছেন সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ অনেকে।
৮ জুন ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে। চলবে প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.