শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
করোনা ভাইরাস সংক্রান্ত জন সচেতনতার লক্ষ্যে আজ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার কলেজ পাড়া, তেঘরী, শব্দলদীঘি সহ কয়েকটি গ্রামে সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের বাস ভবনে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত গ্রামবাসীদের করোনা সংক্রান্ত সর্তকতার লক্ষে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর। বিতরনের সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারক নাথ কুন্ড, এসআই আনোয়ার হোসেন প্রমুখ। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোন ক্রমেই ১৫দিন পূর্বে কোন প্রবাসীরাই যাতে বাড়ী থেকে বের না হয় সে লক্ষ্যে সতর্কতা মূলক স্টিকার তাদের বাড়ীর গেটে লাগিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.