সাইফুল ইসলাম নয়ন,ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুরে করোনা পরিস্থিতি নিয়ে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা ভাইরাসের দেশের প্রথম রোগী শনাক্ত হওয়া জেলা মাদারীপুরে রোগের সংক্রমণ, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব এবং মাদারীপুর জেলার ত্রাণ বিতরণের মুখ্যপাত্র মো. আখতার হোসেন।
সভায় প্রধান অতিথি সচিব মো. আখতার হোসেন বলেন, ত্রাণ বিতরনে কোন রকমের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় জরুরী সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার নাজিম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জামালউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.