করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮৭ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক হাজার ৬৮৭ জন করোনা রোগী শানাক্ত হয়। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ পাঁচ হাজার ৯৮০ জন।
এই সময়ে মারা যাওয়া ৩০ জনকে নিয়ে দেশে মোট ১২ হাজার ৭২৪ জনের মৃত্যু হল।
এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.