জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রতিটি চলচ্চিত্রের জন্য নিজের পছন্দ মতো কস্টিউমস ক্রয় করেন। যা একবার ব্যবহার করেন। পাশাপাশি নিজে বিদেশে গিয়ে ড্রেস কেনেন বেছে বেছে। এ-সব পোশাক খুব একটা বেশি ব্যবহার করেন না তিনি।দেখা যায় বেশিরভাগ পোশাক একদম নতুনই থাকে। এবার সেসব কাপড়গুলো তিনি দিলেন সমাজের নিম্ন আয়ের মানুষদের জন্য দেওয়া উদ্যোগ নিয়েছেন।
রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা-আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। গতকাল তারা ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করেছেন বলেও জানান।
‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’র প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘তারকা শিল্পীরা সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালে সাধারণ মানুষজন আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি জানান, ‘দশ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া জানান, ‘শুটিংয়ের জন্য প্রায়ই অতিরিক্ত কাপড় কেনা হয়। যা অনেক সময়ই ব্যবহার করা হয় না। আবার একবার পরা হয়েছে এমন অনেক কাপড়ও আছে। যখন শুনলাম, তাদের এই প্রকল্পে এ ধরনের পোশাকই সংগ্রহ করা হচ্ছে। তখন আর দেরি করলাম না। তাদের সঙ্গে থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.