ক্রিস্টিয়ান ভিয়েরির দাবি, এই গ্রীষ্মে সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোকে রোমায় আনতে চান কোচ হোসে মরিনহো।
ইউরোপের ফুটবলে গুঞ্জন চলছে, এই গ্রীষ্মের দল-বদলের মৌসুমে জুভেন্টাস ছাড়তে পারেন পর্তুগিজ উইঙ্গার। তবে সিআর সেভেনের গন্তব্য এখনো অনিশ্চিত।
এদিকে ইতালির সাবেক স্ট্রাইকার বোবো টিভিকে বলেছেন, ‘রোনালদোকে রোমাতে আনতে চান মরিনহো।’
তবে ভিয়েরির এই কথার সঙ্গে দ্বিমত প্রকাশ করেন, আলোচনায় অংশ নেওয়া রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড আন্তনিও কাসানো। তিনি বলেন, ‘রোনালদো রোমায় যাচ্ছে? ফালতু কথা।’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.