রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহিদুর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মন্ত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন। গাড়ির জানালা খোলা ছিল। ওই সময় ফোনটি ছিনতাই হয়।’
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, রাজধানীর বেশকিছু এলাকায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। এবার সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী এমন ছিনতাইয়ের শিকার হলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.