শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হওয়া পূজা চেরি এবার নাম লেখালেন ওয়েব সিরিজে। এবারই প্রথম তাকে কোনো ওয়েব সিরিজে দেখা যাবে। ‘প্যারাসাইকোলজি’ নামের একটি ওয়েব সিরিজে তাকে দেখা যাবে। নামে পরিবর্তন আসতেও পারে। সে যাই হোক, এই ওয়েব সিরিজে পূজার বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা।
সুমন ধরের পরিচালনায় এ ওয়েব সিরিজটির শুটিং ইতিমধ্যেই নারায়ণগঞ্জে শুরু হয়েছে। এতে পূজা ও শ্যামল মাওলা দুজনেই অংশ নিয়েছেন। শুটিংয়ের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন নায়িকা পূজা। জানা গেছে আসছে কোরবানি ঈদে ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.