প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২১, ৮:৩২ পি.এম
নিজের ১২০০ জুতার সঙ্গে কথা বলছেন ফারিয়া!

ঢালিউড সুন্দরী নুসরাত ফারিয়ার জুতার সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে। পাঁচ, দশ কিংবা বিশ জোড়া নয়, এই অভিনেত্রীর সংগ্রহে আছে ১২০০ জোড়া জুতা। সম্প্রতি ফারিয়া তার ফেসবুকের সংগ্রহে থাকা জুতার র্যাকের সামনে তোলা একটি ছবি পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “টকিং টু মাই সু’জ।” যার বাংলা করলে দাঁড়ায়, “আমার জুতাগুলোর সঙ্গে কথা বলছি।”
র্যাকে সাজানো অসংখ্য নামীদামি ব্র্যান্ডের জুতা আছে। যার মধ্যে নিউ ইয়র্কভিত্তিক ফ্যাশন হাউস ডিকেএনওয়াই, যুক্তরাষ্ট্রের গেস, আমেরিকান কেনেথ কোল, কানাডিয়ান অলডো, সিঙ্গাপুরের চার্লস অ্যান্ড কিথ, নিউ ইয়র্কের স্টিভ ম্যাডেন, জারাসহ আমেরিকান ডিজাইনার মাইকেন কোর্সের ডিজাইন করা জুতা অন্যতম।
গণমাধ্যমকে ফারিয়া জানালেন, ২০১৩ সাল থেকে তিনি এই জুতাগুলো সংরক্ষণ করছেন। তার অধিকাংশ জুতাই দেশের বাইরে থেকে কেনা। কোনো কাজে বিদেশে গেলে জুতা না কিনে দেশে ফেরেন না। এসব জুতা তিনি পোশাকের সঙ্গে ম্যাচিং করে পরেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.