কার মাথায় উঠবে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শিরোপা? অল ইংলিশ ফাইনালে শনিবার রাতে ১৬,৫০০ দর্শকের সামনে পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি।
কোচ পেপ গার্দিওয়ালার হাত ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সিটি। এত দূর এসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগজয়ীদের অভিজাত ক্লাবে নাম লেখাতে পারবে তো সিটিজেনরা? গার্দিওলা জানিয়েছেন, ফাইনালে জিততে হলে তার দলকে আগে মাঠে ভুগতে হবে।
২০২০-২১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও কারাবো কাপ জিতেছে সিটি। তবে চেলসির বিপক্ষে লিগে দুইবার জিতেছে চেলসি। গার্দিওলার শিষ্যদের বিপক্ষে এফএ কাপেও জিতেছে ব্লুজরা। এবার চ্যাম্পিয়নস লিগেও তার পুনরাবৃত্তি করতে পারবে টমাস টুখেলের দল? ইতিহাস অবশ্য কথা বলছে চেলসির হয়ে। ২০১২ সালে প্রথমবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরে তারা।
তবে লিগে হারের ক্ষত ভুলে ইতিহাস সৃষ্টিই করতে চাইবেন গার্দিওলা, ‘আমি সঠিকভাবে জানি, কোন পদ্ধতিতে আমাদের খেলতে হবে। আমি শিষ্যদের সে কথায় বলতে যাচ্ছি। ওরা খুব উদ্বিগ্ন ও নার্ভাস হয়ে আছে। আমি তাদের বলব এটাকে স্বাভাবিকভাবে নিতে। তাদের তা নিয়ন্ত্রণ করতে হবে।’
গোল ডটকমকে স্প্যানিশ কোচ আরও বলেন, ‘এখানে (ফাইনাল) আসা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুতে আমি কখনো আশা করিনি, একটি ফাইনালে খেলব। আমরা খুব ভাগ্যবান।’
প্রতিপক্ষ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘জিততে হলে আমাদের ভুগতে হবে। অধিকাংশ সময় ফাইনালে আপনাকে ভুগতে হবে। উপভোগ করা সুন্দর তবে মাঝেমধ্যে তা সম্ভব নয়।’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.