এস কর্মকার, বিশেষ প্রতিবেদক।
মাদারীপুরে হঠাৎ করে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। বৃহস্পতিবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরে শুরু হয় দমকা হাওয়া। মৌসুমের শুরুতে প্রথম বৃষ্টিতে জনমনে স্বস্তি এলেও ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। জমির ধান ঘরে তোলা নিয়েও বিপাকে অনেক কৃষক। জেলার বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়েছে অনেক গাছপালা। এতে ক্ষতিগ্রস্থ হয় অনেক পরিবার।
এছাড়া প্রায় ১০ মিনিটের শিলাববৃষ্টির কারণে পরিবেশ ঠান্ডা হয়ে যায়। জেলার সদর, রাজৈর, শিবচর, কালকিনির বিভিন্ন স্থানে বৃষ্টির কারনে ঘরের বাইরে লোক সমাগম তেমন চোখে পড়েনি। এদিকে ঝড়ো বাতাসের কারনে বন্ধ রয়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.