ইসরায়েলের হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় চিকিৎসা সামগ্রী পাঠাবে বিএনপি। বুধবার দুপুরে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কাছে এসব সামগ্রী তুলে দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, বুধবার দুপুর আড়াইটায় গুলশানে ফিলিস্তিন দূতাবাসে ওষুধ সামগ্রী নিয়ে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তার সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক চৌধুরী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এর আগে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের দল ইতিমধ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি ও রয়টার্স জানিয়েছে, টানা দশ দিনের যুদ্ধে প্রায় আড়াইশ প্রাণক্ষয়ের পর মিশরের মধ্যস্থতায় সংঘাত অবসানে রাজি হয় ইসরায়েল ও ফিলিস্তিনি দল হামাস। তারা বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.