জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী শুরু হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন তপু খান। মূল ভূমিকায় আছেন শাকিব খান ও শবনম বুবলি।
মঙ্গলবার সকালে কলাকুশলীদের উপস্থিতিতে ছবির মহরত হয়। এ দিন থেকে চলবে শুটিং। সব মিলিয়ে ৩০ দিনের শিডিউলে খোলা থাকবে ক্যামেরা। এ কথা আগেই জানিয়েছিলেন নির্মাতা।
অনুষ্ঠানে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে শুটিং চলবে। এ জন্য সবাই দোয়া চান তারা।
এক ফেইসবুক পোস্টে পরিচালক তপু খান বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের লিডারের পথচলা শুরু হলো আজ থেকে। কবি নজরুলের প্রতিবাদী চেতনাই আমাদের লিডারের আদর্শ।”
গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। সে দিন বলা হয়, ৭ মে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় শুটিং শুরু সম্ভব হয়নি।
এ দিকে চলতি সপ্তাহে অনলাইনে আলাদা আলাদা পোস্টারে প্রকাশ হয়েছে শাকিব ও বুবলির ‘লিডার: আমিই বাংলাদেশ’ লুক। পোস্টার দুটি দুই তারকার ভক্তদের প্রশংসা পেয়েছে।