গত ২৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের পরিবারের এক সদস্য। গত শনিবার রাতে করা সিটিস্ক্যানের রিপোর্ট ভালো আসে।
তিনি বলেন, তার ফুসফুসের পানি বের করার জন্য বুকের দুই পাশের দুই পাইপের মধ্যে গত বুধবার বাম পাশেরটা খুলে ফেলা হয়েছে। ফুসফুসে পানি জমা পুরোপুরিভাবে বন্ধ হলে আগামী দুই-একদিনের মধ্যে অন্য পাইপ খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, করোনাপরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হার্ট ও কিডনি এফেক্ট হয়েছে। এ জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার অনুমতি না দেওয়ায় হাসপাতালেই চিকিৎসা দিয়ে রিকভার করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.