মাসুূদুর রহমানঃ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে একজন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তি রাজৈর উপজেলায়। এছাড়া নতুন করে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং ৩৬ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে আজ নতুন একজন শনাক্তসহ মোট করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ২৬ জন।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে একজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। এছাড়া ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং ৩৬ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত মোট ১৬০৫ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এবং ১৪২৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে। এছাড়া শিবচরে দুইজন হোম আইসোলেশনে রয়েছন।
তিনি আরও জানান, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৩৩৯ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ২৭৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন শনাক্তসহ মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন ও সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ৩ জন এবং কালকিনি ১ জন।
আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে।
মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও মাদারীপুর জেলায় লকডাউন কার্যকর হওয়ায় প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। কাউকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসন অনুরোধ করেছেন
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.