গত বছরের নভেম্বর নির্বাচনে জালিয়াতির অভিযোগে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’কে (এনএলডি) বিলুপ্ত করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন (ইসি)।
এক নির্বাচন কমিশনারের বরাতে শুক্রবার মিয়ানমারের গণমাধ্যম নাউ খবরটি প্রকাশ করেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।
নাও জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকের পর এনএলডি’কে বিলুপ্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জান্তা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের চেয়ারম্যান থেইন সো জানান, এনএলডির নির্বাচন অবৈধ ছিল। তাই আমাদের এই পার্টির নিবন্ধন বাতিল করতে হবে। যারা এমনটা করেছেন তাদেরকে বিশ্বাসঘাতক বলে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেশ কয়েক মাস ধরে অস্থিতিশীল রাজনীতির মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। গত ১ ফেব্রুয়ারি, নভেম্বরের নির্বাচনে এনএলডির জালিয়াতির অভিযোগে জান্তা সরকারের হাতে গ্রেপ্তার হন সুচি। গত কয়েক দশক ধরে গণতন্ত্রের জন্য দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন তিনি।
সূচিকে বন্দী করায় জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে রাস্তায় নেমে আসে মিয়ানমারের সাধারণ জনগণ। এখন পর্যন্ত এই বিক্ষোভে সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ৮০০ জনের বেশি লোক। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেরিলা পদ্ধতি বেছে নিচ্ছে দেশটির তরুণ ও সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.