মাদারীপুর প্রতিনিধি |
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাটে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনায় প্রধান আসামি শাহআলম মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে শিবচর থানায় হস্তান্তর করেছে মাদারীপুর নৌ পুলিশ।
নৌ পুলিশের কাঁঠালবাড়ি ঘাটের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গত ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগে। এতে স্পিডবোটটি ডুবে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ২৬ জন নিহত হয়।
এ ঘটনায় নৌ পুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় স্পিডবোটের চালক শাহ আলম, দুই মালিক চান্দু মিয়া ও রেজাউল এবং ঘাটের ইজারাদার নামসহ অজ্ঞাত একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
দুর্ঘটনার পর থেকে স্পিডবোট চালক শাহআলম গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, রবিবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে নৌ-পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে রাত ৮টার দিকে শাহআলমকে শিবচর থানায় হস্তান্তর করা হয়। এরপর সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে বোটের মালিক চান্দুকে মিয়াকে র্যাব ঢাকা থেকে গ্রেপ্তার করে। মামলার পরে এ পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পরে চালক মো. শাহ আলমকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রশাসনের নির্দেশনা ওই চালককে ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখা হয়। পরে তার ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। দিনি মাদকাসক্ত ছিলেন।
এই ঘটনায় জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত প্রতিবেদনে চালক মাদকাসক্ত হওয়ায় পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণ গেছে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.