প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২১, ১১:১৬ এ.এম
এক মঞ্চে ৫ উপস্থাপক

বর্তমান প্রজন্মের জনপ্রিয় ৫ উপস্থাপক নিয়ে বিশেষ আয়োজন ইভ্যালি নিবেদিত সেলিব্রেটি টক শো ‘ঈদ আড্ডা’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীল হুরের জাহান, শ্রাবণ্য তৌহিদা, মৌসুমি মৌ এবং রুহানি লাবন্য।
অনুষ্ঠানে উপস্থাপনার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান দিক, কর্মজীবনের কিছু বিশেষ মুহুর্ত ও ঈদের ব্যস্ততা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকেরা উপস্থাপনার বাইরে নীল হুরের জাহানকে গান করতে দেখবেন, রুহানি লাবণ্যকে দেখবেন আবৃত্তিকার হিসেবে, মৌসুমি মৌ এর মূকাভিনয় ও শ্রাবণ্য তৌহিদার কাছ থেকে দেখবেন ক্রিকেট কমেন্ট্রি। সোহাগ মাসুদের প্রযোজনায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে ঈদের ৭ম দিন, বিকেল ৫:১৫মিনিটে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.