করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে নাকাল বিশ্ব। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ছাড়িয়ে গেছে ১৬ কোটির গণ্ডি।
ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণ ১৬ কোটি ৩ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।
গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ৪০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ কোটি ৮০ লাখ ৯৮ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ লাখ ১০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ১৩ হাজার ৪৪৪ জন।
গত একদিনে সংক্রমিতদের প্রায় অর্ধেকই ভারতের। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লাখ রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃতদেরও প্রায় এক-তৃতীয়াংশ দক্ষিণ এশিয়ার দেশটির। সেখানে রেকর্ড ৪ হাজার ২০০ জনের মতো মারা গেছেন।
করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে দ্বিতীয় হলেও মৃতের হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল সংক্রমণে তৃতীয় হলেও মৃতের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
টিকা কর্মসূচির ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে সংক্রমণ কিছুটা কমে এসেছে। তবে বেড়েছে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.