করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে এবার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ড। অন্য দেশদুটি হলো- পাকিস্তান ও নেপাল।
তবে থাইল্যান্ডের নাগরিক ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকার কথাও জানিয়েছে দেশটির সরকার।
থাইল্যান্ডের দ্য নেশন অনলাইনের খবরে বলা হয়, গত ২৪ এপ্রিল পাকিস্তান থেকে থাইল্যান্ডে যাওয়া এক অন্তঃসত্ত্বা নারীর দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। ৪২ বছরের এই থাই নারীই দেশটিতে শনাক্ত হওয়া প্রথম ভারতীয় ভ্যারিয়েন্টের বহনকারী।
গত ৮ মে বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা আসার পর অনুরূপ সিদ্ধান্ত নিলো থাইল্যান্ড। ভারত থেকেও থাইল্যান্ডে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে।
তবে পাকিস্তানে রয়্যাল থাই দূতাবাস বলেছে, ট্যুরিস্ট ভিসা বাদে অন্য ক্যাটাগরির ভিসা নিয়ে আগামী ১৫ মে পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.