প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই ভাইরাসের কবল থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বারবার ঘরে থাকার জন্য প্রচারণা ও অনুরোধ জানানো হলেও কিছু মানুষ অহেতুক ঘোরাঘুরি করছেন বাইরে। এমতাবস্থায় অবরুদ্ধ অবস্থায় কারণ ছাড়া বাড়ি থেকে বের হওয়ায় ব্যতিক্রমী শাস্তি পেয়েছেন বগুড়ার অর্ধশত যুবক।
সরকারি নির্দেশনা অমান্য করে অযথা আড্ডাবাজি, ঘোরাঘুরি করার কারণে ৩১ যুবককে ৩০ মিনিট রোদে বসিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখে শহরে ঘোরাফেরা করার শাস্তি হিসেবে তাদের শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের নিচে ৩০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, করোনার সংক্রমণ ঠেকাতে লোকজন যেন বাসা থেকে অযথা বের না হয় সেজন্য সরকারি নির্দেশনা রয়েছে। এটা বাস্তবায়নে আমাদের পুলিশ প্রশাসন প্রতিদিন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। তারপরও রোববার দুপুরে যারা কোনো কাজ ছাড়াই শহরে ঘোরাফেরা করছে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.