গল্প হলেও পুরোটা সত্যি, ২৭ বছরের যুবক জুন কোরিয়া। সাউথ কোরিয়া থেকে বেইজিংয়ে এসেছেন চাকরীর জন্য। বহু বছর ধরেই আছেন এই শহরে।
প্রথম প্রথম ছিলেন একাই। একটার পর একটা প্রেম, তারপর আঘাত। তাই হঠাৎ জুন ঠিক করে আর মেয়েদের সঙ্গে প্রেম করবেন না। কিন্তু এই শরীরটা মেয়ে সঙ্গ চায়!
জুন জানালেন, তখনই অর্ডার দিলাম সেক্স ডলের। প্রথম প্রথম শুধু এই সেক্স ডলের সঙ্গে শরীরী খেলায় মেতে উঠতাম। কিন্তু এখন প্রেমে পড়ে গিয়েছি।
এই পুতুলই আমার প্রেমিকা। একে নিয়ে আমি নানা জাগায় ঘুরে বেড়াই। একসঙ্গে শপিং করি, ডিনার করি, ঘুম থেকে উঠে একসঙ্গে গোসলও করি। আমি খুব ভালো আছি। খুব শান্তি ওকে জড়িয়ে ঘুমাতে।
জুন এই সেক্স ডলের নাম রেখেছেন ইভা। ২০১৪ সালে ইভা তাঁর বাড়িতে আসে। আর সেই থেকে ইভাই জুনের জীবন সঙ্গিনী।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.