করোনাভাইরাস সংকটের সময়ে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জরুরি চিকিৎসা সেবা দিতে পাঁচজন চিকিৎসকের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) প্রেস ক্লাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যরা প্যানেলে থাকা চিকিৎসকদের ফোন করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারবেন।
প্যানেলে থাকা চিকিৎসকরা হলেন- সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. আমিরুজ্জামান (০১৯১২০৩২০৫৭), সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. মো. এহসান উদ্দিন খান (০১৯৭৯২৩২৩৯৮), সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. আবু ফয়সাল নবীন (০১৭১১৮১৪৫৯০), কনসালট্যান্ট (মেডিসিন) ডা. অসীম চক্রর্ব্তী (০১৯২২০০৮৮০০) এবং কনসালট্যান্ট (শ্বাসকষ্ট) ডা. রজিব কুমার সাহা (০১৭১২৬২৯৬৮০)।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.