করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সহ-ধর্মীনী রেবেকা সুলতানা সাজু (৫০)।
আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল আমিন বিশ্বাস। এমপির স্ত্রী বর্তমান ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এমপির মেয়ে কানিজ ফাতেমা চৈতি বলেন, আমার আম্মু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ কয়েক দিন ধরে সমস্যাটি বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে ১৪ এপ্রিল আম্মুর শরীরে করোনার পজেটিভ রিপোর্ট এসেছে।
এ সময় তিনি আরও বলেন, আম্মু বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। ডাক্তাররা অত্যন্ত আন্তরিক। আল্লাহ্-তায়ালার রহমতে আম্মু সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.