তাইওয়ানের পূর্বাঞ্চলে টানেলে ট্রেন দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৬১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনো ৭২ জন ট্রেনের বগির মধ্যে আটকা পড়ে আছেন বলে রেলওয়ে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
পুলিশ জানিয়েছেন, ৩৬ যাত্রীকে ‘আউট অব হসপিটাল কার্ডিয়াক এরেস্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত কোনো ব্যক্তির দেহে প্রাণের স্পন্দন না পেলে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।
এক বিবৃতিতে বলা হয়, এখনো ৭২ জন ট্রেনের বগির মধ্যে আটকা পড়ে আছেন। আরও ৬১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার তাইতুং যাওয়ার পথে হুয়ালিয়েনের ঠিক উত্তরে একটি টানেলে পৌঁছালে ট্রেনটির কয়েকটি বগি ছিটকে দেয়ালে আঘাত করে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.