করোনাভাইরাসে আক্রান্তদের সেবার জন্য সরকার উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্ধারণ করেছে। তবে ৬ জন চিকিৎসক কর্মস্থলে উপস্থিত না থাকায় তাদের বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এই আদেশ প্রদান করেন। গত বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রদান করা রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত চিকিৎসকরা হলেন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শারমীন হোসেন এবং আরপি ডা. মুহাম্মদ ফজলুল হক।
এদের মধ্যে ডা. শারমিন এবং ডা. ফজলুল জানিয়েছিলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগী দেখতে তারা ইচ্ছুক নয়। এছাড়া অন্যরা গত দেড় থেকে ২ মাস ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।
বরখাস্তের এক আদেশে বলা হয়, কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক সাময়িক বরখাস্ত করা হল।
অপর এক আদেশে বলা হয়, রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হল।
আদেশে আরও বলা হয়, এই আদেশে মহাপরিচালকের অনুমোদন রয়েছে এবং এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.