দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ জন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত ৯৪ জনের ৬৯ জন পুরুষ আর ২৫ নারী। আক্রান্তদের ৩৭ জন ঢাকার। আর ১৬ জন নারায়ণগঞ্জের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জন।
আইইডিসিআর পরিচালক জানান, মৃত ছয়জনের পুরুষ পাঁচজন আর নারী একজন। এই ছয়জনের তিনজন ঢাকার। দুজন নারায়ণগঞ্জের।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।
আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যায় ইতালির পরেই দেশটির অবস্থান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.