অক্সফোর্ড ইউনিভার্সিটির কভিড-১৯ গবেষণাগারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ল্যাবে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে টিকা গবেষণার তথ্য সুরক্ষিত আছে বলে দাবি করেছেন তারা।
রয়টার্স জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি এই হামলা হয়। তবে হামলার পেছনে কে বা কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়।
ভুক্তভোগী ডিভিশন অফ স্ট্রাকচারাল বায়োলজি ল্যাবরেটরি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কভিড-১৯ টিকার উন্নয়নের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত নয়’।
কভিড-১৯ কোষের কাজের প্রক্রিয়া এবং এগুলোর ক্ষতি কীভাবে আটকানো যায় সে বিষয়ে গবেষণা চালাচ্ছেন এই ল্যাবের বিজ্ঞানীরা।
ফোর্বসের প্রতিবেদন বলছে, জৈব রাসায়নিক নমুনা প্রস্তুতকারী মেশিনও সাইবার হামলায় আক্রান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা সমস্যা শনাক্ত করেছি এবং আটকে দিয়েছি এবং এ বিষয়ে আরও তদন্ত করছি।’
হামলার বিষয়ে আরও তদন্ত চালাতে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয়।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর শাখা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এখন হামলার তদন্ত করবে।
ইতিমধ্যে বিষয়টি যুক্তরাজ্যে ইনফরমেশন কমিশনার’স অফিসকে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.