সৌদি আরবের মদিনা শহরের একটি সোফা কারখানায় আগুনের ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন ভাই।
সৌদির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বুধবার মধ্যরাতে মদিনার আল-খলিফা এলাকার ওই কারখানায় আগুন লাগে। নিহতদের সবার বাড়ি কক্সবাজার এবং চট্টগ্রামে।
ভুক্তভোগীদের সবার পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। শুধু জানা গেছে, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার নিজাম এবং তার ছোটভাই আরাফাত মারা গেছেন।
হতাহতদের শনাক্ত করতে কাজ করছেন দূতাবাসের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.