হাফিজুল শরিফ, লাইভনিউজ 24 ডেস্ক।
মুক্তিযোদ্ধাদের সম্মান আমাদের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দিয়ে গিয়েছেন। এখন তার সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন। আজ আওয়ামীলীগ সরকারের কারনে মুক্তিযোদ্ধারা শুধু না তাদের সন্তান, তাদের পরিবাররাও পাচ্ছে এই সুবিধা। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নতুন অডিটিরিয়াম ভবনে দুপুরে কালকিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময়সভা মাদারীপুর-৩ আসনের(কালকিনি-ডাসার ও মাদারীপুর একাংশ) সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা আমি দেখেছি শেখ মজিবর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষন আর সেখানের ভাষন শুনেই আমি মুক্তিযোদ্ধাদের সাথে নাম লিখেয়ে মুক্তিযুদ্ধ করেছি।
উক্ত অনুষ্ঠানে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদেও চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আ.লীগ সা.সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.