বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আব্দুর রাজ্জাককে। মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের বর্তমান নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে যুক্ত করা হচ্ছে তাকে।
জানা গেছে, ২০১৬ সালে ফারুক আহমেদের প্রধান নির্বাচক পদ ছেড়ে দেওয়ার পর জাতীয় দলের নির্বাচক প্যানেলটি দুই সদস্যরই আছে। যদিও বিসিবি এখন সেই শূন্যতা পূরণে এগিয়ে তারা। রাজ্জাক নির্বাচক প্যানেলে যুক্ত না হলেও আরও দুজনে বিবেচনায় রেখেছে বিসিবি। তাদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস এবং সাবেক স্পিনার মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, হাবিবুল বাশারকে বলেছিলাম রাজ্জাকের সঙ্গে কথা বলতে। লিগের খেলার কারণে রাজ্জাক সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। সে বোধহয় লিগে খেলতে চায়।
জানতে চাইলে প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে রাজ্জাক জানান,হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। একটু ভেবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষে জানাতে চেয়েছি। এখন খেলাও স্থগিত হয়ে আছে, ভেবে দেখতে হবে।
তবে আব্দুর রাজ্জাকের বিষয়টি এখনও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.