বিয়ের দিন কনেকে আকর্ষণীয় সাজ উপহার দিতে রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার নানা ধরনের প্যাকেজ নিয়ে এসেছে। এক্সক্লুসিভ হলুদের সাজ, পার্টি মেকওভার, কনে সাজ, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার রিবন্ডিং, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো এন্ড শাইনিং ফেসিয়াল, ফেসিয়াল, হেয়ার কাটিং এন্ড স্টাইল, হেয়ার কালারিং এবং ব্রাইডাল মেহেদি সহ রূপচর্চার আরো নানান সেবা রয়েছে। দক্ষ বিউটি এক্সপার্টকে দিয়ে সাজতে চাইলে আগেই বুকিং দিয়ে রাখুন।
রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভারে রয়েছে এক্সক্লুসিভ হলুদ ব্রাইডাল প্যাকেজ। প্যাকেজটির মূল্য ৫ হাজার ৫০০ টাকা। এনগেজমেন্ট এক্সক্লুসিভ প্যাকেজ ৬ হাজার ৫০০ টাকায়। এ ছাড়াও এক্সক্লুসিভ ওয়েডিং/রিসিভশন প্যাকেজ ৯ হাজার ৫ টাকায়। যেখানে রয়েছে ফ্ললেস ফেস মেকওভার উইথ ড্রামাটিক আই লুক, কাটো ক্রিসে নেইল ফলস পেইন্টিং, অপশনস ইন হেয়ার স্টাইল অ্যান্ড লেহেঙ্গা/শাড়িং সেটিং সহ আরো অনেক কিছু।
আরো রয়েছে পার্টি মেকওভার প্যাকেজ। প্যাকেজ-১ পার্টি মেকওভার, প্যাকেজটির মূল্য ২ হাজার ৫০০ টাকা। প্যাকেজে রয়েছে ফেস মেকাপ, হেয়ার স্টাইল (ব্লো ড্রাই অ্যান্ড হেয়ার স্ট্রেইটেনিং) এবং শাড়ি সেটিং। প্যাকেজ-২ গর্জিয়াস পার্টি মেকওভার, প্যাকেজটির মূল্য ৩ হাজার ৫০০ টাকা। এতে রয়েছে ফেস মেকওভার, নেইল পলিশ, হেয়ার স্টাইল এবং শাড়ি সেটিংসহ আরো অনেক কিছু।
রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভারের কর্ণধার বিউটি এক্সপার্ট রুবিয়া ইসলাম তুলি বলেন, ‘বিয়ের দিন সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে নিজেকে প্রেজেন্ট করতে সবাই চায়। তাই কনের সাজ পার্লারেই করা হয়। সেজন্য প্রয়োজন দক্ষ বিউটি এক্সপার্ট। ব্রাইডালের সাজ যেমন তেমন বিউটি এক্সপার্ট দিয়ে না করানোই ভালো। রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার সেদিক থেকে এগিয়ে কারণ ব্রাইডাল সাজের জন্য জনপ্রিয় এবং স্বনামধন্য বিউটি স্টুডিও এটি।’
তিনি আরো বলেন, ‘একটি কথা বলে রাখা ভালো, মেকওভারে ক্ষেত্রে যে কোনো প্যাকেজেই আমরা যে সব কসমেটিক ব্যবহার করি সেগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসা এবং সেরা সেরা ব্র্যান্ডের। তাই কসমেটিক কি ধরনের ব্যবহার হচ্ছে সেটি নিয়ে রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার মানের দিক থেকে আপোষহীন। এছাড়া আমাদের এখানে ব্রাইডালের জন্য নানা ধরনের প্যাকেজ রয়েছে। কেউ কাস্টমাইস প্যাকেজ নিতে চাইলেও নিতে পারবেন।’
ঠিকানা : রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার, ইন্দিরা রোড, ওয়েস্ট রাজা বাজার, ঢাকা। ফোন : ০১৯৭৪১৯৮৭৯০ ফেসবুক : www.facebook.com/rubiasaestheticmakeover
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.