আল–জাজিরার সম্প্রচার বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রসঙ্গত, কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরা গত সোমবার বাংলাদেশ নিয়ে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে। প্রতিবেদনে উচ্চপর্যায়ের ব্যক্তিদের দুর্নীতিতে জড়িত থাকার বিষয় তুলে ধরা হয়। সরকারিভাবে এ প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আল-জাজিরা যে প্রতিবেদন সম্প্রচার করেছে, তা একটি মিথ্যা প্রতিবেদন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.