মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনিতে পরিবার ফেইসবুক চালাতে বাঁধা প্রদান করায় তনু (১৮) নামে এক তরুনী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তরুনী উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াই কান্দি গ্রামের শংকররের মেয়ে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, বাড়ির সকল কাজকর্ম বাদ দিয়ে শনিবার সকাল থেকে তনু তার মোবাইল দিয়ে ফেসবুকে চালাতে থাকে। এ বিষয়টি দেখে তনুর বাবা তাকে ফেইসবুক চালাতে বাঁধা প্রদান করে। এবং তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায় তার বাবা। এতে করে তনু অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত তনুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহত তরুনীর বাবা শংকর কর জানান, বেশীর ভাগ সময় মোবাইল নিয়ে পড়ে থাকতে দেখি আর তাই সকালে বাধা দিয়ে মোবাইলটি নিয়ে যাই এতে অভিমান করে সে আত্মহত্যা করেছে। ফেইসবুক ও মোবাইল মানুষের মুত্যু কারন হয়ে দাড়িছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, আমরা খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। সে আত্নহত্যা করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.