এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসা তারুণ্য নির্ভর ওয়েস্ট ইন্ডিজ দল হোয়াইটওয়াশ হলো ওয়ানডে সিরিজে।
সোমবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। তাতে ৩-০ তে সিরিজ নিশ্চিত হয় টাইগারদের।
সিরিজটি দিয়েই ওয়ানডে সপুার লিগে যাত্রা শুরু করা বাংলাদেশ তিন ম্যাচ থেকে পেল পূর্ণ ৩০ পয়েন্ট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট শূন্য।
এ নিয়ে উইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার কৃতিত্ব গড়ল বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে ক্যারিবীয়দের মাটিতেই তাদের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
আর সব মিলিয়ে মোট ১৩তম বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার আনন্দ উদ্যাপন করল লাল-সবুজের দল।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.