Tuesday, March 19, 2024
HomeScrollingনারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, নিহত ৩

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, নিহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে একটি পাঁচতলা বাড়ির নীচতলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার মোল্লাবাড়ি দিঘীরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, সকাল ৬টার দিকে দিঘীরপাড়ের উইলসন কবরস্থান রোড এর ৪৬১/১ হোল্ডিংয়ের রফিকুল ইসলাম হাসানের পাঁচতলা ভবন রাবিয়া মঞ্জিলের নীচতলায় সেপটিক ট্যাংক বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় পাশের একটি চারতলা ভবন ও টিনসেড বাড়ির কিছু অংশ ধসে পড়ে।

বিস্ফোরণের পর পাঁচতলা ভবনটির নীচতলার ভাড়াটে খোরশেদ আলমের ঘুমন্ত দুই শিশু মাকরুন (১৩) ও জিসান (৮) খাট থেকে ছিটকে বিস্ফোরিত ট্যাংকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন পাশের ফ্লাটের ভাড়াটে পরিবারের তিনজন। তাদের ঘরের সব আসবাবপত্র ভেঙে-চুড়ে যায়।

এই বিস্ফোরণেল ঘটনায় ভবনটির বিপরীত দিকের টিনসেট বাড়ির কিছু অংশ ধসে পড়লে লাবনী বেগম নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীও নিহত হন। আহত হন তার মেয়েসহ আরও দুই ভাই বোন। বিস্ফোরণের বিকট শব্দ ও কম্পনে আতঙ্ক সৃষ্টি হলে আশপাশের বিভিন্ন বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতদের উদ্ধারে কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার পর বাড়ির মালিক কাউকে সহযোগিতা না করে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ভাড়াটেদের পরিবার।

আহতদের মধ্যে নিহত অন্তঃসত্ত্বা নারী লাবনী বেগমের মেয়ে নাবিলা, দুই ভাইবোন রেকমত শেখ, রুবেল এবং অপর পরিবারের তামান্না ও শহীদকে ঢাকা মেডিকেল এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশ ও স্বজনরা।

এদিকে দুর্ঘটনার পর উপজেলা নির্বাহি কর্মকর্তা শুক্লা সরকার ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন। পরে বাড়িটির সকল বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অন্যত্র সড়িয়ে নেয়ার নির্দেশ দিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে দুইজনকে ঢাকা মেডিকেলে ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জিন্নাত আলী খান জানান, বাড়িটি নির্মাণ কাজে ত্রুটি থাকার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments