Tuesday, March 19, 2024
HomeScrollingগাইবান্ধা‌ জেলা জু‌ড়েই ইটভাটায় যাচ্ছে আবা‌দি জ‌মির টপসয়েল..!

গাইবান্ধা‌ জেলা জু‌ড়েই ইটভাটায় যাচ্ছে আবা‌দি জ‌মির টপসয়েল..!

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।।

গাইবান্ধা‌ জেলা জু‌ড়েই আবা‌দি জ‌মির টপসয়েল যাচ্ছে ইটভাটায়..! পরিবর্তন হচ্ছে জমির আকার ও শ্রেণী,ক‌মে যা‌চ্ছে উর্বরতা শ‌ক্তি ।

উত্তরাঞ্চ‌লের এ জেলার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু দেখা যাচ্ছে, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ও বুড়োআঙুল দেখিয়ে পলাশবা‌ড়ীসহ পু‌রো জেলা জু‌ড়েই যত্রতত্র বিভিন্ন ইট ভাটায় ব্যবহারের জন্য ফসলি জমির টপসয়েল কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে ওইসব জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে। প‌রিবর্তন হ‌চ্ছে জ‌মির আকার ও শ্রেণী।

এ ব্যাপারে ভুক্তভোগী সহ সচেতন অভিজ্ঞমহল সং‌শ্লিষ্ট উর্ধতন কর্তৃপ‌ক্ষের জরুরী হস্ত‌ক্ষেপ কামনা করেছেন।।

 

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments