Tuesday, March 19, 2024
Homeকুড়িগ্রামকুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে শাক-সবজিবাজার উ‌দ্বোধন।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে শাক-সবজিবাজার উ‌দ্বোধন।

এ‌জি লাভলু:

মহামারী ক‌রোনা ভাইরা‌সের কথা বি‌বেচনা ক‌রে কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগ অসহায় গরীব‌দের জন‌্য বিনামূ‌ল্যে সব‌জিবাজার কার্যক্রম চালু ক‌রেন। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে “বিনামূল্যে শাকসবজি বাজার” কর্মসূচীর উদ্ভোদন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী (সা‌বেক এম‌পি)। এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারণ সাম্পাদক মোঃ সাদ্দাস হোসেন নয়ন, জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক ও বর্তমা‌নে জেলা যুবলী‌গের আহ্বায়ক মোঃ ম‌মিনুর রহমান (মু‌মিন) সহ জেলা ছাত্রলীগসহ, যুবলীগ,মহিলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন নয়ন জানান, আমরা কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগ সবসময় অসহায় মানু‌ষের পা‌শে আ‌ছি এবং ভ‌বিষ‌্যতেও থাক‌বো। সভাপ‌তি রাজু আহ‌মেদ জানান, বাংলা‌দেশ ছাত্রলী‌গের সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কের নি‌র্দেশনায় আমরা কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগ মহামারী ক‌রোনা ভাইরা‌সের সময় অসহায় ও গরীব‌দের কথা বি‌বেচনা ক‌রে বিনামু‌ল্যে সব‌জি বাজার কার্যক্রম চালু ক‌রি। এ বাজার থে‌কে অসহায় ও গরীবরা বিনামূ‌লে সব‌জি নি‌য়ে যে‌তে পার‌বে এবং ভবিষ্যতে আমরা সামাজিক, মানবিক সকল ইতিবাচক কাজে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব মোঃ জাফর আলী (সা‌বেক এম‌পি) জানান, ছাত্রলী‌গের ই‌তিহাস সবসময় গৌর‌বের। তি‌নি এসময় জেলা ছাত্রলীগ‌কে ধন‌্যবাদ জা‌নান। তারা মহামারী ক‌রোনায় সময় অসহায়‌দের কথা বি‌বেচনা ক‌রে যে উ‌দ্যোগটা নি‌য়ে‌ছে তা স‌ত্যিই প্রশংনীয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments