Friday, March 29, 2024
HomeScrollingরাজনীতি, ‘গণতন্ত্র ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়ায় উন্নয়ন অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে- আ.ফ.ম...

রাজনীতি, ‘গণতন্ত্র ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়ায় উন্নয়ন অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে- আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ারাজনীতি, ‘গণতন্ত্র ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়ায় উন্নয়ন অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে।মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, রাজনীতি, ‘গণতন্ত্র ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়ায় উন্নয়ন অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে কোন অশুভ শক্তি, অশুভ রাজনীতি যাতে গ্রাস করতে না পারে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পথে গণতন্ত্র এবং সাংবিধানিক ধারাবহিকতার পথে কোন ধরণের অপচেষ্টা করে উচ্ছশৃঙ্খল ধবংসাত্মাক কর্মকান্ড করে আমাদের কে আমাদের সন্তানদের ভবিষ্যতের পথ যেন কোনভাবেই ক্ষতি করতে না পারে। দেশকে ধবংস না করতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে।

তিনি আজ মাদারীপুর শহীদ বাচ্চু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, যেকোন মূল্যে অশুভ শক্তিকে এবং দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী অপ-রাজনীতিবিদদেরকে বিপক্ষে আমাদের কে সর্বাত্মক ভাবে সকলে মিলে দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ কে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো আমরা উন্নত দেশ হিসেবে আমাদের বিশে^র কাছে আমাদের পরিচয় তুলে ধরবো।

বিদ্যালয়ের সভাপতি এইচ.এ. এম নিজামউদ্দিন হামিম এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া, কাউন্সিলর মফিজুর রহমান হাওলাদার, সাবেক কাউন্সিলর জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, শহীদুল ইসলামসহ অনেকেই। এর আগে প্রধান অতিথি নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন।

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর
০১৭১১১২৪৪২৫
৯-৩-২৩

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments