
হুমায়ূন চোকদার, কুষ্টিয়া সংবাদদাতাঃ
কুষ্টিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল সোমবার (৩ আগষ্ট) সকাল ১১.৩০ ঘটিকার সময় জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেলসহ একজনকে আটক করে। আটককৃত যুবক দৌলতপুর থানার খারিজাথাক গ্রামের মালেকের ছেলে মোহাম্মদ আলী। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আটককৃতের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
