
জামাল উদ্দীন, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তি টেকনাফ থানাধীন গোদারবিল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ জাহেদ হোসেন পুতু (৬৩)। তিনি পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটির চালক বলে জানিয়েছে বিজিবি, বুধবার (আজ) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীলখালী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহনকারী চালককে আটক করা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ও প্রাইভেটকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
